banner

Abdul Ouadud 12th Feb 2018

স্টক ফটোঃ

নতুন ডিজাইনারদের অনেকেই বেশ সমস্যায় পড়েন স্টক ফটো নিয়ে। গুগল সার্চ করে ভুলবশত অনেক প্রিমিয়াম ফটো ব্যবহার করে ফেলেন। যেটা একেবারেই অনুচিত, এবং এর জন্য আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন ও হতে হইতে পারে । নিচে কিছু ফ্রি স্টক ফটো ওয়েবসাইট এর লিঙ্ক শেয়ার করছি, এবং আশা করছি এগুলি দিয়েই আপনার স্টক ফটো এর সমস্যা দূর হয়ে যাবে :)

Stock Photos
  • Freepik: আপনার চাহিদার ৬০% স্টক ফটো আপনি এখানেই পাবেন বলে আমি মনে করি। এছারাও এর বিশেষত্ব হচ্ছে, এখানে বিভিন্ন ক্যাটাগরির সাথে যায় এমন প্রচুর ইমেজ পাবেন এবং আপনি চাইলে এক জন মডেল এর অনেক গুলি ইমেজ পাবেন :)
  • Pexels: বিভিন্ন ফটোগ্রাফারদের স্বেচ্ছায় প্রদত্ত ফ্রি স্টক ফটোর জন্য Pexels এক বৃহৎ ফটো লাইব্রেরি। এখানে পাহাড়,পর্বত, সমুদ্র অর্থাৎ প্রাকৃতিক চিত্রের বিশাল সংগ্রহ আছে। এবং , প্রতিনিয়ত ছবির সংখ্যা বেরেই চলছে …
  • Pixbay: এখানে ১৩ লক্ষাধিক বিভিন্ন ক্যাটাগরির চমৎকার সব ইমেজ রয়েছে।
  • Picjumbo: এখানে ও বিভিন্ন ক্যাটাগরির চমৎকার সব ইমেজের বৃহৎ সংগ্রহ রয়েছে। এবং যথারীতি প্রতিনিয়ত ছবির সংখ্যা বেরেই চলছে …
  • Unsplash: বিভিন্ন ক্যাটাগরিতে সুবিন্যস্তভাবে ইমেজ কালেকশন রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এখানে ক্যাটাগরি অনুযায়ী ব্যাচ ইমেজ কালেকশন রাখা আছে যা আপনি একবারেই ডাউনলোড করতে পারেন।
  • Designerspics: বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য চমৎকার ইমেজ রয়েছে।
  • Imcreator: এটি একটি ওয়েবসাইট বিল্ডার সাইট, এখানে অনেক ধরনের ওয়েবসাইট টেম্পলেট আছে, মজার বিষয় হচ্ছে এই টেম্পলেটগুলিতে যে সব ইমেজ ব্যবহার করা হয়েছে ঐ গুলি আলাদা আলাদা ক্যাটেগরিতে সাজানো রয়েছে। এবং আপনি চাইলে, সেই সকল ইমেজ গুলি ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
  • Freenaturestock: প্রাকৃতিক ছবির জন্য এই সাইটটি ডিজাইনারদের পছন্দের তালিকায় প্রথম দিকে রাখা যায়।
  • Foodiesfeed: এখানে ফুড রিলেটেড অসংখ্য চমৎকার ইমেজ রয়েছে।
  • Pngtree: এখানে রয়েছে প্রায় অর্ধ কোটি পিএনজি ইমেজ এর বিশাল সমাহার । তবে এখানে পিএনজি ইমেজ এর পাশপাশি বিভিন্ন ডিজাইন এর পিএসডি এবং ইলাস্ট্রেটর ফাইল ও পাবেন। আরও অতিরিক্ত হিসেবে এখানে গ্রাফিক্স রিলেটেড টুকিটাকি জিনিস ও পাবেন এখানে।
  • Pngimg: এখানে, বিভিন্ন ক্যাটাগরিতে সাজানোপ্রায় ৪০ হাজার পিএনজি ইমেজ রয়েছে। আশাকরি এই গুলি ডিজাইনিং এ অনেক সহায়তা করবে।
  • Freepngimg: এখানে বিভিন্ন অবজেক্ট, ইফেক্ট, ক্লিপ- আর্ট, এর পিএনজি ইমেজ পাবেন।

আইকনঃ

ডিজাইন এর অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইকন। ডিজাইন এর ধরন অনুযায়ী আইকন ব্যবহার করলে ডিজাইন এর সৌন্দর্য ঠিক থাকে। অনেক সময় দেখা যায় ডিজাইনার একটা আইকন ব্যবহার করে কিন্তু আইকন এর সঠিক লাইব্রেরী না পাওয়ার কারনে ডেভেলপার সেটা পরিবর্তন করতে বাধ্য হয়। তাই ডিজাইন করার সময়েই ডিজাইনারদের এসব দিক মাথায় রেখে আইকন ব্যবহার করা উচিৎ। নিচে কিছু বহুল প্রচলিত আইকন এর লাইব্রেরী নিয়ে আলোচনা করছি :)

Free Icons and Fonts
  • Fontawesome: এটি একটি বহুল প্রচলিত আইকন ফন্ট, আপনি যদি এর আইকন গুলি দিয়েই ডিজাইন শেষ করে ফেলতে পারেন, তাহলে ডেভেলপার রা সহজেই আইকন গুলি ব্যবহার করতে পারবে। বর্তমানে FONT- AWESOME আপডেট করায় অনেকেই হয়তো চিটশিট খুজে পাচ্ছেন না। চিটশিটটি দেখে নিতে পারেন
    ক্লিক করুন

  • Flaticon: এই সাইটটিকে আইকনের সমুদ্র বলতে পারেন :D । অ্যাপস, ওয়েব ও প্রিন্ট ডিজাইনিং এর সব ধরনের আইকন আপনি এখানে পাবেন :) এখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির আইকন সেট, যেগুলি আপনি বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। এদের সার্চ সিস্টেম বেশ উন্নত , সার্চ রেসাল্ট এর পরে এদের ফিল্টার সিস্টেম ও চমৎকার। আপনি চাইলে প্রথমে মাল্টি কালার আইকন অথবা এক কালার আইকন আলাদা করে নিতে পারবেন, পরে এক কালার আইকন থেকে লাইন আইকন, ফিল আইকন আলাদা করতে পারবেন। এখানে আপনি নিজের একটা কালেকশন ও করতে পারবেন এবং সেগুলি (পিএনজি, পিএসডি, ইপিএস, এসভিজি, এবং আইকন ফন্ট হিসাবেও ডাউনলোড করতে পারবেন :)
  • Graphicburger: সাধারণত এখানে বিভিন্ন রকমের গ্রাফিক আইটেম পাওয়া যায়। তাছাড়া, এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির এবং বিভিন্ন স্টাইল এর আইকন সেট পাবেন। ডাউনলোডের ক্ষেত্রে সাধারণত স্কেচ, পিএসডি, ইলেস্ট্রেটর, এসভিজি ফরম্যাটের ফাইল ডাউনলোড করতে পারবেন।
  • Icofont এটা একটি সিঙ্গেল ফন্ট যেখানে রয়েছে ২১০০ ও বেশি আইকন। অথবা চাইলে, আপনি আপনার পছন্দের ক্যাটাগরি অনুযায়ী ফন্ট ডাউনলোড করতে পারবেন। ডেভেলপাররা ও সহজেই আইকন গুলি ব্যবহার করতে পারবে। আরেকটি কথা এটি আমাদের দেশের একটি প্রতিষ্ঠানের অবদান, থিমহান্ট নামের একটি মার্কেটপ্লেস এটি তৈরি করেছে।
  • Material: এখানে রয়েছে ৯০০ এর মত ম্যাটেরিয়াল আইকন এর কালেকশন। যা, ওয়েব এর পাশাপাশি অ্যানড্রয়েড এবং আই ও এস এর প্রোজেক্টে ব্যাবহার করতে পারবেন। পিএনজি, এসভিজি ফরম্যাটে ডাউনলোড এর পাশাপাশি এম্বেড করে ব্যবহারের সুযোগ থাকছে
  • Linea: এখানে আছে ৭৫০ টির মত লাইন আইকন যা বিভিন্ন ক্যাটেগরিতে সাজানো রয়েছে। তবে আপনি চাইলে সবগুলো আইকন একত্রে ডাউনলোড করে নিতে পারেন। প্রয়োজনীয় প্রায় সব ধরনের ফাইল ফরম্যাটেই পাবেন।
  • Icons8: এখানে রয়েছে ৬৫০০০ এর মত চমৎকার সব আইকন। মজার ব্যাপার হচ্ছে এদের একটি সফটওয়্যার আছে। যা ব্যবহার করে আপনি অফলাইন এ আইকন সার্চ করতে এবং ব্যবহার করতে পারবেন।

উপরে বর্ণিত লিঙ্ক গুলির মধে মধ্যেই আশা করা যায় আপনার ইমেজ এবং আইকনের এর চাহিদা পুরন হয়ে যাবে :) জানিয়ে রাখি, প্রত্যেকটি সাইটই প্রতিনিয়ত আপডেট হচ্ছে যা এদের সংগ্রহকে আরও সমৃদ্ধ করছে এবং ডিজাইনারদের কাজকে আরও সহজ করে দিচ্ছে।

এটি একটি সিরিজ ব্লগপোস্ট। আশাকরি আপনাদের কিছু হলেও কাজে আসবে , পরবর্তী পর্বগুলি যতদ্রুত সম্ভব লেখার চেষ্টা করছি :)

About Abdul Ouadud

Abdul Ouadud plays an important role in graphics team, he is UI/UX expert. Ouadud likes to experiment with various ux tool.



Blog Ref: 13200